কিভাবে আপনি একজন এসইও এক্সপার্ট হবেন? কেনই বা হবেন? এসইও জিনিসটাই বা কি?
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
কিভাবে আপনি একজন এসইও এক্সপার্ট হবেন? কেনই বা হবেন? এসইও জিনিসটাই বা কি?
এসইও হলো একটা "হাই ইনকাম স্কিল"
হাই ইনকাম স্কিলের সুবিধা হলো এতে অল্প কাজে অধিক সেলারি পাওয়া যায়!
যদি গুগলে High Income Skill লিখে সার্চ করেন তাহলে দেখবেন হাই ইনকাম স্কিল হলো এমন একটি স্কিল যার মাধ্যমে মাসে আয় করা যায় কমপক্ষে ১০,০০০ (দশ হাজার) ডলার!
যা বাংলা টাকায় ৮ লাখ ৫০ হাজার টাকার সমান।
বাংলাদেশের লাখ লাখ শিক্ষিত তরুণ-তরুণী এ ধরনের হাই ইনকাম স্কিল শিখে ল্যাপটপ বা কম্পিউটার এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করে মাসে আয় করছে ৫০০ থেকে ৫০০০ ডলার! এ খবর নিশ্চয়ই কারো অজানা নয়।
কোন ইনভেস্ট করা ছাড়াই আপনিও তাদের মত মাসে কমপক্ষে ৫০০ - ১০০০ ডলার আয় করতে পারবেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে।
ফ্রিল্যান্সিং আপনি পার্টটাইম বা ফুলটাইম আপনার সুবিধামতো সময়ে করতে পারবেন।
চাকরি হারানো, করোনার মত প্যানডেমিক, অর্থনৈতিক রিসেশন, ব্যবসায়ে লস আপনাকে আঘাত করতে পারবে না। আপনার ইনকাম হবে প্যানডেমিক প্রুফ ও রিসেশন প্রুফ।
আপনি পাবেন ল্যাপটপ লাইফস্টাইল! আপনার ল্যাপটপই হবে আপনার অফিস।
আপনি হবেন লোকেশন ইন্ডিপেন্ডেন্ট! যেখানেই যাবেন সেখানেই ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবেন।
কিভাবে শুরু করবেন?
এসইও শিখুনঃ
এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি হাই ইনকাম স্কিল! এসইও শিখে মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট করা যায়। তাই এটি একই সাথে বিজনেস এবং মার্কেটিং স্কিল।
এসইও এর প্রধান কাজ হল কোন একটি ওয়েবসাইটকে গুগলের প্রথম পেইজে নিয়ে আসা।
৫ টি উপায়ে এসইও শিখে আয় করতে পারবেনঃ
১। ফ্রিল্যান্সিং করে মাসে ৫০০/৭০০ ডলার অনায়াসে আয় করতে পারবেন।
২। যদি লেখালেখির অভ্যাস থাকে তাহলে গুগল এডসেন্সের মাধ্যমে ৩০০/৫০০ ডলার।
৩। লিড জেনারেশন বিজনেস করে মাসে ৫০০/৭০০ ডলার।
৪। অ্যামাজন অ্যাফিলিয়েট এর মাধ্যমে ৫০০/১০০০ ডলার।
৫। এসইও এজেন্সি বিজনেস করে ৩০০০/৫০০০ ডলার।
এছাড়াও আরও ১০/১৫ টি উপায়ে এসইও স্কিলের মাধ্যমে আয় করতে পারবেন।
এসইও লাইভ কোর্সে জয়েন করুন:
আয় করার পূর্বে অবশ্যই আপনাকে শিখতে হবে। নিজেকে দক্ষ করে তুলতে হবে। অবশ্যই একজন মেন্টর থাকতে হবে। যিনি আপনাকে কাজ শেখানো থেকে শুরু করে ইনকাম পর্যন্ত নিয়ে যাবেন।
পৃথিবীর সেরা ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্টমেন্ট করা। নিজের স্কিল ডেভলপমেন্টর জন্য ইনভেস্ট করা।
আপনার স্কিল আপনারই থাকবে। আপনার স্কিল কেউ নিয়ে যেতে পারবে না। তাই স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করুন। কাজ শিখুন এবং আয় করুন।
Comments
Post a Comment