Make LinkedIn Your Big Clients Getting Platform

 Make LinkedIn Your Big Clients Getting Platform


 আপনি চাইলেই আপনার LinkedIn প্রোফাইলটাকে বানাইতে পারেন একটি ক্লায়েন্ট পাওয়ার প্রধান সোর্স | আমি ব্যক্তিগতভাবে LinkedIn প্রোফাইল নিয়ে প্রায় দেড় বছর ধরে কাজ করছি| আল্লাহর রহমতে এখান থেকে প্রতিমাসে দু'একটি ক্লায়েন্টকে ক্লোজ করতে পারি| যার জন্য আমাকে আর ফ্রীল্যান্স মার্কেটপ্লেস এর উপর ডিপেন্ড করতে হয় না| 


এ মাসে আমি চারটি ক্লায়েন্টের সঙ্গে মিটিং করেছি এবং দুইটি ক্লায়েন্টের সঙ্গে কাজ শেষ করেছি| অন্যদের সঙ্গে কথাবার্তা চলতেছে | সোশ্যাল মিডিয়া থেকে যেসব কাজ পাওয়া যায় এগুলো মার্কেটপ্লেসের চাইতে অনেক বেশি  Price থাকে| LinkedIn থেকে কাজ করার জন্য আমি কিছু টিপস শেয়ার করবো যা ফলো করলে আপনিও ক্লায়েন্ট পাবেন আপনার প্রোফাইল থেকে| 



প্রথমেই আপনাকে আপনার প্রোফাইলটি কে সুন্দর ভাবে সাজাতে হবে যেন ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারে আপনি কি কাজ করেন তাহলে ক্লায়েন্টের এই কাজটি প্রয়োজন পড়লে অটোমেটিক্যালি আপনাকে সে নক দিবে এবং কাজের অফার দিবে |


আগের কোনো ক্লায়েন্টের কাছ থেকে যদি পারেন রিকমেন্ডেশন নিয়ে নেবেন যেটি আপনাকে অনেক  Clients পেতে সহযোগিতা করবে কিন্তু অবশ্যই দেশীয় কোন ভাইয়ের কাছ থেকে ফেক রিকমেন্ডেশন নিবেন না যেটা কিনা হিতে বিপরীত হতে পারে|   যদি আগের ক্লায়েন্ট না থাকে তাহলে রিকমেন্ডেশন প্রয়োজন নেই|


প্রোফাইলে অবশ্যই একটি প্রফেশনাল পিকচার অ্যাড করবেন| অনেকে আবার গাছপালার ছবি দেন, funny ছবি দেন এটা কখনোই করবেন না| 


অ্যাবাউট সেকশনে অবশ্যই আপনার সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করবেন | আপনি কি কি সার্ভিস দেন সেটি সুন্দরভাবে লিখবেন এবং সার্ভিসটি কিভাবে দিবেন সেটি লিখবেন, পারলে আপনার কাজের লিঙ্ক সাবমিট করবেন অবশ্যই এখানে |আপনার পোর্টফোলিও লিংক এবং ইমেইল এড্রেস হোয়াটসঅ্যাপ আইডি এগুলো শেয়ার করতে পারেন তাহলে ক্লায়েন্ট আপনার সঙ্গে কমিউনিকেট করবে| এগুলো আমি ব্যক্তিগতভাবে করেছি এবং অনেক উপকৃত হয়েছি| 

মনে রাখবেন এই সেকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার কাজ পাওয়ার জন্য | 


যারা রিমোট জব করতে চান তারা অবশ্যই জব অ্যালার্ট অন করে দিবেন এবং তার সঙ্গে যেই দেশের জব করতে চান সেটি সিলেক্ট করে দিবেন তাহলে সেই দেশে কোন জব পোস্ট হলে আপনি আপনার মেইলে এবং আপনার LinkedIn প্রোফাইলের নোটিফিকেশন পাবেন| এরপর আপনি জবে এপ্লাই করবেন| 


লিংকডইনে কিন্তু রিজুমি দেওয়ার অপশন আছে অবশ্যই সেখানে আপনার একটা সুন্দর  Resume সাবমিট করে রাখবেন| 


এরপর আপনার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার টার্গেট ক্লায়েন্টকে আপনার প্রোফাইল এর সঙ্গে কানেক্ট করা| যত বেশি টার্গেটেড পেপাল কে অ্যাড করতে পারবেন ততই আপনার কাজ পেতে সহজ হবে| এই টার্গেট পিপল কে কানেক্ট করার একটি নিনজা টেকনিক আছে যা কিনা আমি পরে একটি পোস্টে ডিটেইল শেয়ার করব| ( আপনি তাদেরকে রিকুয়েস্ট পাঠিয়ে দেখেন সহজে তারা একসেপ্ট করবে না)


এদেরকে কানেক্ট করার পর আপনি ডিরেক্ট প্রপোজাল পাঠালে কিন্তু কাজ হবে না এটি মনে রাখবে| এরপর আপনার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের সঙ্গে রিলেশন বিল্ড আপ করা এবং তাদের রিকোয়ারমেন্ট বোঝা | এখানে আপনি এগ্রেসিভ মার্কেটিং করেছেন তো বিপদে পড়েছেন কোনদিনই কাজ পাবেন না এটি ভাল করে মনে রাখুন| 


এরপর রেগুলারলি আপনাকে আপনার কাজ রিলেটেড পোস্ট করতে হবে যাতে আপনার টার্গেটেড পিপলরা বুঝতে পারে যে আপনি এসব কাজ করেন এবং এসব কার্যের সার্ভিসগুলো আপনি তাকে ভালোভাবে দিতে পারবেন যদি তার প্রয়োজন হয়| আপনি যদি মনে করেন এক সপ্তাহ পোস্ট দিবেন আর পরের সপ্তাহ থেকে অনেক বেশি কাজ পেতে শুরু করবেন তাহলে আপনি এই প্লাটফর্মে আসবেন না কোনো ফায়দা হবে না |শুধু আপনার টাইম নষ্ট হবে এবং লিঙ্কডইনের প্রতি আপনার একটা ব্যান্ড ধারণা ক্রিয়েট হবে|  


অনেকে আবার একটি ভুল করে থাকে সেটি হচ্ছে প্রতিদিন তার নিজের মার্কেটিং রিলেটেড পোস্ট করে থাকে এটি করেও কোন লাভ হবেনা |আপনাকে প্রতিদিন হেলপিং রিলেটেড পোস্ট করতে হবে এবং চাইলে আপনি মাসে একটি থেকে দুইটি আপনার নিজের মার্কেটিং পোস্ট করতে পারেন এই পোষ্টের মাধ্যমে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন বলে আশা করা যায়| 


এখানে কিন্তু অবশ্যই আপনার ক্লায়েন্টের ডিমান্ড বুঝতে হবে এবং ডিমান্ড বোঝার পর আপনি আপনার মার্কেটিং টা ভালোভাবে করতে পারেন| বাট ডিমান্ড যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না | 


থাক আজকের পোস্টটি অনেক বড় হয়ে গিয়েছে আপনারা পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছেন অলরেডি সুতরাং আজকে আর বিরক্ত করতে চাই না অন্য আরেকদিন অ্যাডভান্স বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবো |আমি যে বিষয়গুলো বলেছি এগুলো কিন্তু আমি নিজে আমার প্রোফাইলে এপ্লাই করি ,মেইনটেইন করার চেষ্টা করি এবং এর মাধ্যমে আমি আল্লাহর রহমতে কাজ পেয়ে  যাই শুধুমাত্র LinkedIn থেকে| আপনারাও মেইনটেইন করেন আল্লাহ চাইলে আপনারাও কাজ পেয়ে যাবেন |একটি বিষয় মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ তা'আলার হাতে সুতরাং তিনি চাইলে অনেক কিছু হয়ে যাবে যেটা কিনা নিজে বুঝতেও পারবেন না|  


আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি  সুস্থ থাকতে পারি ,ভালোভাবে কাজ করতে পারি এবং মাঝে মাঝে আপনাদেরকে আমার এপ্লাই করা সেসব টেকনিকগুলো শেয়ার করতে পারি|

Comments