আবহাওয়ার পূর্বাভাসঃ দক্ষিণ এশিয়া
১২ জিএমটি ১৭ ফেব্রুয়ারি, ২০২২ - ১২ জিএমটি, ২২ ফেব্রুয়ারি, ২০২২।
বর্তমান সময়ের সর্বাধুনিক গ্লোবাল ইনভায়রনমেন্টাল মাল্টিস্কেইল (জিইএম) সংখ্যাতাত্ত্বিক মডেল নির্দেশ করে যে, ১৭ - ২১ ফেব্রুয়ারি ২০২২ সময়ে পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব ভারত ও বাংলাদেশের কিছু কিছু জায়গায় শেষ রাত/ সকালের দিকে কূয়াশা পড়তে পারে। ১৭ - ১৮ ফেব্রুয়ারি ২০২২ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণপূর্ব শ্রীলংকা ও থাইল্যাণ্ডের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি/ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া ১৭ - ২২ ফেব্রুয়ারি ২০২২ সময়ে দক্ষিণ এশিয়ার অন্যত্র আবহাওয়া প্রধানতঃ শুকনো থাকতে পারে।
১৮ - ১৯ ফেব্রুয়ারি ২০২২ সময়ে আফগানিস্তান, উত্তরপশ্চিম পাকিস্তান, নেপাল এবং ভুটানে মৃদু শৈত্যপ্রবাহ চলতে পারে। পরবর্তিতে রাত/ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
-------------------------------------------------------------------
পূর্বাভাসটি নিম্নলিখিত এনডাব্লিউপি চার্টগ৮ুলির উপর ও মিটিওস্যাট-৮ উপগ্রহ চিত্রের (নিচে সংযুক্ত) উপর ভিত্তি করে করা হয়েছে।
০০ জিএমটি ১৭ ফেব্রুয়ারি ২০২২ সময়ের উপাত্তের ভিত্তিতে গ্লোবাল ইনভায়রনমেন্টাল মাল্টিস্কেইল জিইএম-এনডাব্লিউপি মডেল দ্বারা দক্ষিণ এশিয়ার (এসএ) অ্যানিমেটেড মোট বৃষ্টিপাতযোগ্য জল (মিঃমিঃ), সমূদ্র সমতলের বায়ুচাপ (মিলিবার), বাতাসের দিক ও গতিবেগ (নটিক্যাল মাইল/ঘন্টা)-এর চার্ট (পূর্বাভাস) ১২ জিএমটি ১৭ ফেব্রুয়ারি, ২০২২ - ১২ জিএমটি, ২২ ফেব্রুয়ারি ২০২২ সময়ের জন্য কার্যকর।
********************************************
লিজেন্ডঃ সবুজ-নীল-হলুদ-বাদামী-চকোলেট (চার্টের ডানপাশে উল্লম্ব রঙ্গীণ বার) ছাপযুক্ত অঞ্চলগুলি মোট বৃষ্টিপাত যোগ্য জল (মিঃমিঃ), কালো রেখা সমূদ্র সমতলের বায়ুচাপ (মিলিবার), কালো বার্ব (কাঁটা) বাতাসের দিক ও গতিবেগ (নটিক্যাল মাইল/ ঘন্টা) নির্দেশ করে।
---------------------------------------------------------------------
বিস্তারিত সরকারী পূর্বাভাসের জন্য, দর্শকদের অনুরোধ করা হচ্ছে তাঁদের অঞ্চলের জাতীয় আবহাওয়া সংক্রান্ত পরিষেবাগুলোর পূর্বাভাস বিবেচনা করার জন্য। এটাকে সহায়িকা পূর্বাভাষ হিসেবে ধরা যায়।
দাবী অস্বীকারঃ-
আবহাওয়া সম্প্রদায়ের সদস্য হিসাবে আমি (সুজিৎ কুমার দেবশর্মা) আমার সর্বোত্তম প্রচেষ্টা নিয়োজিত করছি যাতে আবহাওয়া বিজ্ঞান আগ্রহী ব্যক্তিরা এনডাব্লিউপি পণ্যগুলির সাথে সংযুক্ত থাকতে পারে। দর্শকগণ ইচ্ছে করলে এটিকে উপেক্ষা করতে পারেন।
@
ঘরে থাকুন, নিরাপদে থাকুন। শুভ কামনা।
+++++++++++++

++++++++++++
Comments
Post a Comment